সাদা-মাটা

Image Courtesy :Soham Ghosh

চল না একবার সাদা-মাটা প্রেমে পড়ি।
এক্কেবারে সাধারন।
তোকে সবচেয়ে ভালো প্রেমিক হতে বলছি না তো।
শুধু চাইছি, একটু নাহয় সত্যি সত্যিই ভালোবাসলি।
একটু নাহয় বোকা-বোকা কথা বললি।

চল না একবার বই এর ফাঁকে লুকোনো প্রেমটাকে আবার পড়ি।
বাঁচিয়ে তুলি সাইকেলের চাকায় ঘোরা সম্পর্ক।
ফুচকা খাওয়ার ফাঁকে লুকিয়ে দেখাটা।
খুব বেশি চেয়ে ফেললাম কি?
ভেবে বলিস নাহয় একদিন।

নাকি আমরা বুড়িয়ে গেছি বেশ-খানিকটা?
ফেরত আসা অনেক বেশি ক্লান্তিকর?
থাক এই ইচ্ছেগুলো ঘরবন্দী,
আমরা বরং ফেরত যায় নিজেদের দুনিয়াতে।

Leave a comment