তামিনী ঘাট (Tamhini Ghat)

বেশ কয়েকদিন হল কোথাও যাওয়া হয়নি। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, ঝিরঝিরে বৃষ্টি পড়বে। সুন্দর একটা মেঘলা সকালবেলাতে সবাই  ঘুরতে যাওয়ার আনন্দ কি Mall-এর ভিড়ে shopping করাতে আছে? ধুর ধুর। যেমন ভাবা তেমনি কাজ। আমি আর সুকন্যা কোমর বেঁধে নামলাম ঘুরতে যাওয়ার জন্য। অর্ণব এতো ঘরকুনো আর সোহমের এত প্ল্যান থাকে ঘুরতে যাওয়ার যে ফাঁকা পাওয়ায় মুশকিল। কিন্তু তাতে কি? ধরে বেঁধে সবাইকে নিয়ে শুরু হলো তামিনী ঘাট যাওয়ার প্ল্যান।

সেই মেঘলা রবিবারেই আমরা বেরিয়ে পড়লাম তামিনী ঘাট যাওয়ার জন্য।আমরা ৪জন ছিলাম। তাই Etios ভাড়া করা হয়েছিল।

পুনে পাহাড় ঘেরা জায়গা হওয়াই সবচেয়ে ভালো ব্যাপার হলো, গন্তব্যের সাথে গন্তব্যে পৌঁছনোর রাস্তাও সুন্দর।

পুনে থেকে ৮০ কিলোমিটার দূরে খান্ডালার তামিনী ঘাট ঝর্ণা দিয়ে মোড়া জায়গা। তামিনী  থেকে মুলসীর পর্যন্ত পাহাড়কে সর্বাঙ্গসুন্দর করে বেয়ে চলেছে অজস্র ঝর্ণা।

আমরা শুরু করেছিলাম সকাল ৯টাই। ২ঘন্টার মধ্যে পাহাড়ের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম তামিনী ঘাট। রাস্তাতে খিদে পেয়ে যাওয়ায় ভুট্টা খেতে নামলাম আর সঙ্গে সঙ্গে শুরু হলো বৃষ্টি।

পাহাড়ের মাথায় মুকুটের মতো ভিড় করে আসা সাদা মেঘ আর সবুজের হাতছানি উপেক্ষা করার উপায় নেই। বৃষ্টি, পাহাড়  আর ঝোড়ো হাওয়ার সাথে রইলো কিছু ছবি।

সারাদিনের ক্লান্তির পরে যখন আমরা পুনে ফিরি, ততক্ষনে সন্ধ্যে হয়ে গেছে।

যাদের বৃষ্টি আর পাহাড় একসাথে পছন্দ তাদের জন্য তামিনী ঘাট ঘুরতে যাওয়ার জন্য বর্ষাকাল আদর্শ।

এখানে রইলো কিছু তথ্য সবার জন্য।

Informations:

Place: Tamhini Ghat

Attraction: Waterfalls and hills

Distance from Pune: 80km

Time: 2hours

We booked cab from Aadies Travels. It charged us with Rs. 3000/-.

There are some restaurants on the way. You can have breakfast or lunch there.

If you are going there in rainy season, keep your umbrella or raincoat ready.

 

Leave a comment